মাসে ভাদ্র মাস জগৎ -ইশ্বর
পাইআ অষ্টম তিথি।
রোহিণী নক্ষত্র সুভক্ষণ দিন
জন্মিলা জগৎ পতি।।
কারাগারে আছে দৈবকী সুন্দরী
প্রহরী জাগিআ থাকে।
সেদিন নিদ্রাএ আকুল হইআ
চেতন নাহিক কাখে।।
প্রহরী সকল হইআ বিকল
ঘুমাএ আনন্দ ফুরে।।
মাআতে আচ্ছাদি সকল শরীর
আপনা জানিতে নারে।।
প্রসবিআ সুত দেখিআ মোহিত
দৈবকী আনন্দ বড়ি।
“এমত ছাআলে দুষ্ট কংস আসি
এমনি লইব [এ]ড়ি।।
সপ্ত পুত্র মারে দুষ্ট কংসাসুরে
সে শোক হিআতে জাগে।
নিরবধি তাহা পুড়িছে হিআএ
আর শোক আসি লাগে।।
মুঞি অভাগিনী বড়ই দুঃখিনী
জনম ঐছনে গেল।
আনন্দ অন্তরে ছাআল দেখিয়া
কেমতে হইব ভাল।।”
চণ্ডিদাস বলে– “চিন্তা না করিহ
ইহার আপদ নাই ।
আনন্দ কৌতুকে পুত্রমুখ হের
কহিনু তুমার ঠাই।।”