যখন এ তত্ত্ব তত্ত্বজ্ঞান করে
জানল জগৎপতি।
অন গুণ আনি গুণে পরাইতে
এ গুণ বিখ্যাত রীতি।।
এক দশ গুণ দশ গুণ পর
যেখানে মহল স্থান।
সেখানে উঠিল আখ্যান-শকতি
দম্ভের মদের স্থান।।
পুন মান রাগ এ তিন প্রকার
চারি চারি করে গুণি।
যখন এ তত্ত্ব প্রকাশি কায়াতে
দূরে গেল তত্ত্বখানি।।
সে যে ছিল জ্ঞান গেল কোন স্থান
আর দশা আসি ঘেরে।
‘বাছা বাছা’ বলি যে তত্ত্ব -পাগলী
উনমত হৈয়া ফেরে।।
তত্ত্ব দূরে গেল মায়া প্রবেশিল
জানল তনয় মোর।
চণ্ডীদাস বলে– “বুঝল শকতি
মানুষ ভিতরে তোর।।”