যশোমতি নিরোধ নন্দন আপনা।
কুলের বৌআরি লৈআ বাটে ঘাটে রৈআ রৈআ
না কর এ জেন ঢেঙ্গপনা।। ধু
ব্রজরামা জলে জাএ পন্থে অবরিআ তাএ
মাগে আলিঙ্গন রস ডালি।
সঙ্গিয়া বালক কথ চঞ্চল ঢঙ্গিআ মত
হাসি হাসি নাচে দিআ তালি।।
কালিআ কাজল আখি কালিন্দীকুলেত থাকি
মুররি আলাপে অনুপাম।
গোপী আসিব আশে বাঁশী সানে নানাভাষে
একে একে ধরি নামে নাম।।
শুনি ও বাঁশীর নাদ রাধিকার পরিবাদ
গোকুলে হৈআছে জানা জানি।
আইনদ্দিনে বোলে রাই বাঁশীআর দোষ নাই
ভোলাইছে ওহি সোহাগিণী।।