যে আনিল প্রেমরস করুণা প্রচুর।
হেন প্রভু কোথা গেলা আচার্য্য ঠাকুর।।
কাঁহা মোর স্বরূপরূপ কাঁহা সনাতন ।
কাঁহা মোর রঘুনাথ পতিত পাবন।।
কাঁহা মোর ভট্টযুগ কাঁহা কবিরাজ।
এককালে কোথা গেলা গোরা নটরাজ।
পাষাণে কুটিব মাথা অনলে পসিব।
সে হেন গুণের নিধি কোথা গেলে পাব।।
সে সব রসিক সঙ্গে না হৈল বিলাস।
প্রার্থনা করএ সদা নরোত্তম দাস।।