রঙ্গিণি মরম জানি সখি সঙ্গিনী
হাসি কহই শুন রাধা।
গোকুল-চান্দ ফান্দ করি পাড়লি
সাধলি নিজ মনসাধা।।
সুন্দরি তুহুঁ রসবতি ব্রজবালা।
চকিত নয়ানে কাহে মুখ মোড়সি
জানলো ভেটবি কালা।।
যাকর দরশ পরশ রস লালসে
লাখ যুবতি করু আশ।
সো তুয়া দরশন মানি পরম ধন
আসি করল বনবাস।।
ধনি ধনি রমণি- শিরোমণি সুন্দরি
ভেটহ নাগররাজ।
দীনবন্ধু কহে নব অনুরাগিণী
কহইতে বাসই লাজ।।