রঙ্গিণীগণে কহে রসবতি রাই।
সকল সখিগণ চলু ঘর যাই।।
মানস সুরধনী দুকুল পাথার।
কৈছনে সহচরি হোয়ব পার।।
প্রাবৃট সময়ে গরজে ঘন ঘোর।
খরতর পবন বহই তঁহি জোর।।
দূরহি নেহারত নাগর শ্যাম।
তরণী লেই মিলল সোই ঠাম।।
হাসি হাসি কহয়ে নাবিকবরকান।
চল সবে পারে উতারব হাম।।
শুনি সুবদনী ধনী হরষিত ভেল।
চঢ়ল তরণীপর সহচরী মেল।।
নৌতুন নাবিক কছু নাহি জান।
বেগে তরণী লই কয়ল পয়ান।।
টুটল তরণী হেরি ভেল তরাস।
সিঞ্চহ পানী কহ জ্ঞানদাস।।