রজনি উজাগর লোচনে কাজর
অধর ভেল তব শমরা।
নীল সরোরুহ সিন্দূরে মিলায়ল
মাণিকে বৈঠল যৈছে ভ্রমরা।।
মাধব চলহ কপট অনুরাগি।
সো পুণবতি তুহে যতনে আরাধল
যো রহু তুয়া মনে লাগি।।ধ্রু।।
যো মুখ হেরইতে খিন ভেল শশধর
সো মুখ কাজরে মলিন।
অরুণ নয়ান কপট অব রাখহ
প্রতিঅঙ্গে রতিরণ চিন।।
যত যত ভুবনে আছয়ে বর নাগরি
তা সম পুণবতি কোই।
পীতাম্বর তুয়া নাম মিটায়ল
নীলাম্বর করু তোই।।