রাই-অনাদর হেরি রসিকবর
অভিমানে করল পয়ান।
নয়নক লোরে পথ লখই না পারই
পীত-বাসে মুছই বয়ান।।
হরি হরি নিজ অপরাধ নাহি জান।
সো হেন প্রেম গহি কথি লাগি নিরসল
কাহে কয়ল মুঝে মান।।
মোহে উপেখি রাই কৈছে জীয়ব
সো দুখ করি অনুমান।
রসবতি-হৃদয় বিরহজ্বরে জারব
ইথে লাগি বিদরে পরাণ।।
রাইক সম্বাদ সুধা-রস-সিঞ্চনে
তনু তিরপিত করু মোর।
গোবিন্দদাস যব যতনে মিলায়ব
তব যশ গাওব তোর।।