রাই বলে শ্যামের আগে কি ধন মাগিব।
অনেক দিনের সাধ আছে মুরলী শিখিব।।
মুরলীর এক রন্ধ্রে দোঁহে দিব ফুক।
কি বোল বোলয়ে বাঁশী শুনিব কৌতুক।।
মুরলী ধরিয়া ফুক দিল রাই কানু।
রাধাকৃষ্ণ দুটি নাম বাজে ভিনু ভিনু।।
সেবাচান্দ বলে এ কি রসের কৌতুকী।
যেমন শ্যাম তেমনি বাঁশী তেমনই সুধামুখী।।