রাম পানে চায় রাণী গোপাল পানে চায়।
কি বোলে বিদার দিব মুখে না জুয়ায়।।
সকালে আসিহ গোপাল ধেনুগণ লইয়া।
অভাগিনী রৈল তোর চাঁদ মুখ চাইয়া।।
থাকিয়া শ্রীদামের কাছে চরাইও বাছুরি।
জোরে শিঙ্গারব দিও পরাণে না মরি।।
এ ক্ষীর নবনী তোরে যাইতে এই দিলুঁ।
তুমি যাবে দূর বনে আমি ভাবি মলুঁ।।
তুমি না ভাবিহ মা কাননে ভয় নাই।
বিদায় করহ রাণী গোষ্ঠে সভে যাই।
বিদায় করিতে রাণী ঢরকে নয়ন।
মুখখানি ধরিয়া চু্ম্ব দেয় ঘনে ঘন।।
রাণীর চরণ ধূলি সভে লইয়া শিরে।
নন্দের মহল হইতে হইল বাহিরে।।
শেখর কহয়ে হিয়া সম্বরিতে নারে।
রাণী পাছু গমন করিলা কত দূরে।