রোহিণী বহিনী গো
যাদু আমার বিছানা হইতে হারা।
পরাণ পুতলি ধন দুটি আঁখির তারা।।
তিলে তিনবার খায় এ খীর নবনী।
এ দুখে কেমনে জীয়ে মায়ের পরাণী।।
যারে পুছি সে বলে যাদব নাহি হেথা।
কি করিব কিবা হৈল আর যাব কোথা।।
বসু রামানন্দে বলে শুন নন্দরাণী।
কদম্বের তলে খেলে তোমার যাদুমণি।।