ললিতা আসিয়া হাসিয়া হাসিয়া
দেওয়ানের বেশ ধরি।
বিশাখা আসিয়া বামেতে বসিয়া
মহুরীর ছলা করি।
সুচিত্রা তখন চামর বীজন
করয়ে সমুখে আসি।
চম্পক লতিকা নিশান পতাকা
লই দাঁড়াইল হাসি।।
তুঙ্গবিদ্যা সখী সময় নিরখি
ছত্র ধরিল করে।
উপহার লঞা ইন্দুরেখা যাঞা
রাখে সব থরে থরে ।।
রাই রাজা করি সব সহচরি
শ্যামের পানেতে চায়।
বুঝিয়ে নাগর রসিক শেখর
আপন বেশ ঘুচায়।।
নিজবেশ থুয়ে করে অসি লয়ে
পাগড়ি বান্ধিল মাথে।
জয় রাধে বলি হাঁকড় ডাকরে
দাঁড়াইল রাজ পথে।
হেরি সখিগণ আনন্দিত মন
গাওন বাজন করে।
নিধুবন নাম নিত্যরস ধাম
জ্ঞানদাস তাহে স্ফুরে।।