ললিতা উল্লাস প্রাণী সুবর্ণের চিরুণী আনি
মনসাধে আঁচরিল চুল।
বিশাখা কবরী বাঁধে করি মনোহর ছাঁদে
সারি সারি দিল নানা ফুল।।
চিত্রা সময় জানি সুবর্ণের সীঁথি আনি
যতনে দেয়ল সীঁথিমুলে।।
চম্পকলতিকা ধনি অপূর্ব্ব সিন্দুর আনি
যতনে পরাওল ভালে।।
নানরত্ন কর্ণমূলে রঙ্গদেবী পরাইলে
শোভা অতি কহনে না যায়।
সুদেবী হরিষ হইয়া গজমোতি হার লইয়া
গলে দিয়া নিরখিয়া রয়।।
বাকি আভরণ ছিল তুঙ্গবিদ্যা পরাইল
ইন্দুরেখা পরায় নূপুর।
গোবিন্দদাস অভিলাষি হইতে রাধার দাসী
তবহিঁ মনোরথ পুর।।