ললিতা বিশাখা আদি যত সখীগণ।
ত্বরা করি কাজ সারি পরে আভরণ।।
সভে সুখী দেখি নিশি ঘন আন্ধিয়ার।
নেহরসে সভে ভাসে না করে বিচার।।
গুরুজন দুরজনে নিন্দে অচেতন।
পাড়ায় বুঝায়ে সাড়া নাহি কোনজন।।
চতুরা আভীরী নারী সভেই সেয়ান।
সময় বুঝিয়া তবে করল পয়ান।।
রাধার মন্দিরে আসি পশিলা সত্বরে।
শেখর আদর করি বসায় সভারে।।