শচীর কোঙর গৌরাঙ্গ সুন্দর
দেখিলুঁ আঁখির কোণে।
অলখিতে চিত হরিয়া লইল
অরুণ নয়ান বাণে।।
সই মরম কহিলুঁ তোরে।
এতেক দিবসে নদীয়া নগরে
নাগরী না রবে ঘরে।।ধ্রু।।
রমণী দেখিয়া হাসিয়া হাসিয়া
রসময় কথা কয়।
ভাবিয়া চিন্তিয়া মনে দঢ়াইলুঁ
পরাণ রহিবার নয়।।
কোন পুণ্যবতী যুবতী ইহার
রস বিলাস বুঝয়ে।
তাহার চরণ হৃদয়ে ধরিয়া
গোবিন্দদাসিয়া ঝুরয়ে।।