শুনহ নাগর কানু

”শুনহ নাগর কানু।
কে তোমা এ মাঠে দানী করিয়াছে
ধরিয়া মোহন বেণু।
হাসি হাসি চাহ কুল নিতে চাহ
আপন বড়াই রাখ।
তিলেকে ভাঙ্গিবে ঠাকুরালিপণা
আপনি দাঁড়ায়ে দেখ”।।
কানু বলে ”আগে যাহাই করিবে
তাহা আগে তুমি কর।
তবে সে তোমারে ছাড়ি দিব আমি
যাহার ভরসা কর।।
কংশের যোগানী বলিয়া তোমার
বড় অহংকার দেখি।
কোটী কোটী কংস করিয়াছি ধ্বংস
শুনহ কমলমুখি।।”
রাই বলে ”ভাল জানিয়ে তোমারে
রাখাল হইয়ে এত।
গরু না রাখিতে হাতে বাড়ি করি
তবে লে হইত কত।।”
কানু বলে ”মোর এই ব্যবহার
রাখি যে ধেনুর পাল।
গোপের গোধন ভূষণ চন্দন
তাহার জীবিকা যার।।”
”পরিয়াছ মালা গুঞ্জা আছে গলা
গাঁথিয়া পরম মালা।
এ বেশে এদেশে রমণী ভুলিব
যাহাই বরণ কালা।।
বনফুলে তুমি চুড়াটি বেঁধেছ
এই যে নাগরপণা।
যত বড় তুমি ঠাকুর বটহ
এবে যে গেলই জানা”।।
চণ্ডীদাসে বলে শুন গুণনিধি
অবলা না দিহ দুখ।
মথুরা যাইতে দেহ আন ভিতে
করিতে বিকির সুখ।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ