শুনিয়া বিশাখা কহে বাণী।
কি দেখি কি কহ ঠাকুরাণি।।
সখি মোর কুলবরতিনী।
নিজ পতি বিনে নাহি জানি।।
কালি কুহূ বরতি সকলে।
তাহে দিল হলদীর জলে।।
তেঞি পীত হইল বসন।
তুহুঁ তাহে কাহে আনমন।।
বরজলম্পট শঠ কীরে।
বিম্ব ভানে দংশিল অধরে।।
পুন সে দাড়িমভান করি।
পদনখে হৃদয়ে বিদা র।।
তুহুঁ সব অন্তরযামিনী।
জানি কাহে কহ হেন বাণী।।
এত কহি পরিণাম কেল।
শুনি হাসি ভগবতী গেল।।
মাধব আনন্দ ভেল।
পীত বসন তহিঁ নেল।।