শুনিয়া মালার কথা রসিক সুজন।
গ্রহ-বিপ্রবেশে যান ভানুর ভবন।।
পাঁজি লয়ে কক্ষে করি ফিরে দ্বারে দ্বারে ।
উপনীত রাই পাশে ভানুরাজপুরে।।
বিশাখা দেখিয়া তবে নিবাস জিজ্ঞাসে ।
শ্যামল সুন্দর লহু লহু করি হাসে।।
বিপ্র কহে –“ঘর মোর হস্তিনানগর।
বিদেশে বেড়ায়ে খাই শুন হে উত্তর।।
প্রশ্ন দেখাবার তরে যে ডাকে আমারে।
তাহার বাড়ীতে যাই হরষ অন্তরে।।”
দ্বিজ চণ্ডিদাস বলে–এই গ্রহাচার্য্য।
প্রশ্নেতে পারগ বড় গণানাতে আর্য্য।।
তোমাদের মনেতে যে আছে সে বলিবে।
ইহার জড়ায়ে ধর উত্তর পাইবে।।