শুন প্রাণ নাথ! নিবেদন পদ্মপদে বিরহ সম্বাদ। ধু
তুমি ত চিকণ কালা, গলে নানা ফুল মালা, যার নাম নিলাজ কানাই।
ভুমি আমি এক জাতি, জন্ম ভিন্ন হৈনু জ্ঞাতি, সে নিমিত্তে তোরে বুলি ভাই।।
যার হাতে হেন বাঁশী, সে মুখে সতত হাসি, নাম শ্রীবৃন্দাবন শ্যাম।
যদি কৃপাকর বন্ধে, লেখিয়া কমল পদে, রাখ বিরহিণী রাধা নাম।।
হীন আলি রাজা ভণে, এই শ্রদ্ধা কায় মনে, ঐ রাঙ্গা চরণে হই রেণু।
সম্মুখে সাগর ধার, শঙ্কট হইতে পার, উদ্ধার না দেখি গুরু বিনু।।