শুন লো স্বজনি, কিছুই না জানি, কি বুধি করিব আমি।
তরিতে নারিব,দৈবে মরিব, নিশ্চয় জানিহ তুমি।।
শয়নে স্বপনে, শ্যাম বঁধুর সনে, সুখে গিয়াছিনু নিদ।
পাঁজর কাটি শ্যাম বঁধুরে কেবা, দিয়া নিল সিঁদ।।
শয়নে স্বপনে, ঘরেতে পিরীতি, করিনু শ্যামের সনে।
সেই হইতে মোর, চিত বেয়াকুল, কিছুই না লয় মনে।।
তোমারে কহিনু সখি, পিরীতির এই রীতি, সদাই পরবশ দে।
শেখ লালে কয়, যে জন তাহার হয়, সে বিনে জানিবে কে।।