শুন শুন শুন গোবিন্দাই।
দু-জনাতে মুরলী বাজাই।।
তুমি বোল তুমি আমি এক।
আজু তা বুঝিব পরতেক।।
ইহ বলি মুরলী লইল।
এক-রন্ধ্রে দোঁহে ফুঁক দিল।।
রাই বাজায় বোলে শ্যাম শ্যাম।
ও মোর গুণের প্রিয়-ধাম।।
শ্যাম বাজায় বোলে রাধা রাধা।
ও মোর গুণের প্রিয়া রাধা।।
তাহা দেখি যত সখীগণ।
ঘন করে ফুল-বরিষণ।।
আনন্দে তাহার কাছে কাছে।
মউরা মউরী ঘন নাচে।।
নিতি নিতি ঐছন বিলাস।
এ যদুনন্দন-রস-ভাষ।।