…শেষ নিশি দ্বিতীয় প্রহরে
দেখিল স্বপনে এই।
দেখিতে দেখিতে ঘুম দূরে গেল
কাতরে চলিল সেই।।
তেজিল শয়ন কচালি নয়ন
বৈঠল শেজের মাঝ।
ননদীর ভয়ে বাহির না হই
বুঝিল আপন কাজ।।
সেই হতে মোর হিয়া জ্বর জ্বর
পরাণ হইল সারা।
বল বল দেখি কেমন উপায়
করিমু কেমন ধারা।।
মোর মন সেই এমত হইল
যেমন বাউল প্রায়।
পুন কর জুড়ি কহেন বচন
দীন চণ্ডীদাস তায়।।