শ্যাম কহে শুন রাই বিনোদিনী

শ্যাম কহে শুন রাই বিনোদিনী
তুলিয়া বদনে চাহ ।
সরস বদনে হাসি নিরখিয়া
আমারে বিদায় দেহ।।
এ বোল শুনিতে বৃকভানুসুতে
পুলক বেদ অঙ্গ।
আর কি সুজন শুনিব বচন
কবির রসে রঙ্গ।।
গদ গদ বোলে অতি প্রেমছলে
কহে বিনোদিনী রাধা।
কি বলিব আমি তোমার চরণে
সকলি হইল বাধা।।
মুখে না নিঃস্বরে তোমারে বলিতে
কি বলিব আমি বাণী।
বলহ আমারে কি বোল বলিব
কহিতে নাহিক জানি।।
তোমা হেন ধন অমূল্য রতন
সদাই বেড়িয়া থাকি।
তাহে যেতে চাহ নিজ বশ নহ
শুনহ কমল আঁখি।।
তুরিতে গমন করিলা গতাগতি
দ্বিজ চণ্ডীদাস গায়।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ