সংসার মধুপানে রাধাকৃষ্ণ নাহি জানে
ভুলিলে গৌরাঙ্গ হেন পতি ।
গুরু দিল মন্ত্র কানে সে মন্ত্র জপহ ধ্যানে
তবে সে তো ব্রজে হবে গতি ।।
মন হইল গজমত্তা নাহি শুনে কৃষ্ণ কথা
পাপ কথা যেখানে সেখানে।
কর্মসূত্র বন্ধনে দশদিক ধরি টানে
না জানি ডুবায় কোন স্থানে ।।
সংসার বেড়াজাল তাহাতে যৌবন কাল
তরঙ্গে তরণী যায় ভেসে।
দিনে দিনে কমে যাঙ সাধু সঙ্গ নাহি পাঙ
রবি-সুত-দূতে দেখে বসে।।
নরোত্তম দাসে কয় এই মোর মনে ভয়
কেমনে তরিব ভব নদী ।
বৃথা জন্ম গেল হেলে সাধুসঙ্গ নাহি মিলে
অতএব বঞ্চিত মোরে বিধি।।