সই ঠেকিনু দানীর হাতে।
বহুদিন এই পথে আসি যাই
পশরা লইয়া মাথে।।
যে বলে জগাতি তাহে যায় জাতি
কুলেতে বজর পড়ি।
যত করে নাট আসে এই বাট
এই সে বড়াই বুড়ি।।
বুড়ির বচনে এ পথে আসিয়া
ঠেকিলু দানীর ঠাঁই।
কেমনে ও পারে গেলে সে আমরা
আর যে আসিব নাই।।
কে জানে এমন হবে পরমাদ
তবে কি আসিতাম মোরা।
হেন বুঝি কাজ কুলে শীলে বাজ
এ দানী দিবেক পারা।।
দূরে যাকু বিকি ভালয়ে বড়াই
ওপারে লইয়া যা।
দানীর বচন শুনি হিয়া কাঁপে
থর থর করে গা”।।
চণ্ডীদাসে বলে– “শুন ধনী রাধে,
কেন বা করহ ভয়।
আদর পিরিতি কর বিকি কিনি
হেন মোর মনে লয়।।”