সবহুঁ মিলিত যমুনা তীর
অঞ্জলি পুরি পিয়ত নীর
বৈঠল তহিঁ তরুর ছায়
বিহারে নন্দনন্দনা।
নবীন নীরদ বরণ জ্যোতি
নাসায়ে ললকে ঝলকে মোতি
উরে লম্বিত কদম্বমাল
ভালে তিলক চন্দনা।।
কুন্দকলিক কলিত চূড়ে
মন্দপবনে বরিহা উড়ে
কটিতটে কিয়ে পীত বসন
বাহে শোভিত কঙ্কণা।
হসিত ললিত বদনইন্দু
অলপে উপজে ঘরমবিন্দু
লোল নয়নকমল যুগল
তাহে ললিত অঞ্জনা।।
নখর উজর যৈছন চন্দ
চকোরনিকর লাগল ধন্দ
লুবধ হেরি চরণে ঘেরি
সঘন করত চুম্বনা।
অরুণ অধরে পুরত বেণু
ঘনায়্যা ঘেরত সবহুঁ ধেনু
সহজে সুন্দরি বিরহে ভোর
দূরে বরজঅঙ্গনা।।
শুনি শুনি গোপি হরল বোল
ভাবে অবশ চিতবিভোল
রহি রহি রহি চমকি উঠত
থরই থরই কম্পনা।
অনেক যতনে চেতন পাই
চললি যাহাঁ সুন্দরি রাই
ফেরি হেরত বেরি বেরি
ঐছন মন রঞ্জনা।
দাস প্রসাদ করত আশ
অমিয়া অধিক মধুর ভাষ
শুনি তিরপিত শ্রবণ সুখ
তাপনিকরভঞ্জনা।।