সব দেবগণ দেখিঞা শ্রীপতি
প্রণাম নমসি পায়।
করপুটে স্তুতি করিলা বিস্তর
তাহা কহা নাহি যায়।।
কহেন–“শ্রীপতি গোলোক-ঈশ্বর
করত প্রেমসী দান।”
ধরিঞা বোহায়ে প্রভু ভগবান
অখিল জীবের প্রাণ।।
সভারে তুষিয়া কহেন বচন–
বসিলা দেবের সভা।
“কেন বা আইলে কিসের কারণ
আছএ সভার লোভা।।”
বেরি বেরি পুছে প্রভু ভগবান্‌
“কি হেতু ইহার শুনি।”
হাসিঞা নারদ কহেন সম্বাদ
চণ্ডিদাস ভালে জানি।।