সসন-পরস খসু অম্বর রে দেখল ধনি দেহ।
নব জলধর-তর চমকয়ে রে জনি বীজুরী রেহ।।
আজ দেখলি ধনি জাইতে রে মোহি উপজল রঙ্গ।
কনকলতা জনি সঞ্চর রে মহি নিরঅবলম্ব।।
তা পুন অপরুব দেখল রে কুচ-জুগ অরবিন্দ।
বিগসিত নহি কিছু কারন রে সোঝা মুখ-চন্দ।।
বিদ্যাপতি কবি গাওল রে রস বুঝএ রসমন্ত।
দেবসিংহ নৃপ নাগর রে হাসিনিদেবি কন্ত।।