সুধামুখি কো বিহি নিরমিল বালা

সুধামুখি কো বিহি নিরমিল বালা।
অপরূপ রূপ মনোভবমঙ্গল
ত্রিভুবন বিজয়ী মালা।।
সুন্দর বদন চারু অরু লোচন
কাজরে রঞ্জিত ভেলা।
কনয় কমল মাঝে কাল ভুজঙ্গিনি
শ্রীযুত খঞ্জন খেলা।।
নাভিবিবর সঞে লোমলতাবলি
ভুজগি নিসাস পিয়াসা।
নাসা খগপতিচঞ্চু ভরম ভয়ে
কুচগিরি সান্ধি নিবাসা।।
তিন বানে মদন জিতল তিন ভুবনে
অবধি রহল দউ বানে।
বিধি বড় দারুন বধিতে রসিক জন
সোঁপল তোহারি নয়ানে।।
ভণয়ে বিদ্যাপতি শুন বর নাগর
ইহ রস কো পয়ে জান।
রাজা শিবসিংহ রূপনরায়ন
লছিমা দেই পরমান।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ