সুন্দরি রাধা সুণ সমুখে

সুন্দরি রাধা সুণ সমুখে
পুছো মোএঁ হৃষীকেশে।
কথাঁ না বসবি কথাঁ তোর ঘর
জাইবেঁ কোমণঁ দেশে।।ল রাধা।।
গোকুলে যাকোঁ মো গোআল জাতী
তোহ্মে না পুছহ কিকে।
ষোল শত গোপী পসার সাজিআঁ
মথুরা জাওঁ মো বিকে।।
ওলাহা রাখা মাথার চুপড়ী
দেখোঁ মো তোহ্মার পসারা।
কোণ বথু লঁআ জাহা মথুরা
তাহার দেহ বিচারা।।
ঘৃত দধি দুধ আওর ঘোল
এ সব মোর পসারা।
তোহ্মে তা কমণ কারণে কাহাঞিঁ
চাহ এহার বিচারা।।
তোএঁ না জাণসি মোএঁ মাহাদাণী
এ দাণ সব আহ্মারে।
ভাণ্ডে ষোল পণ দিআঁ মাহাদাণ
চল মথুরা নগরে।।
বিধর কালে বিথর শুণী
হেন বিপরীত বাণী।
আনেক সমএ মথুরার পথে
ঘৃত দুখে মাহাদাণী।।
আজলী রাধা তোঁ আবালী বড়ী
হের পাঞ্জী পরমাণে।
আপন চিহ্নিআঁ দিআঁ যাহা দাণ
রাখহ আপণ মাণে।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ