হেদে লো মরম-সই।
ও রূপ দেখিতে হেন লয় চিতে
নয়ান তাকিয়া রই।।
এ বেশে সে দেশে তেঁই সে ভুলল
যতেক বরজ-নারী।
সব তেয়াগিয়া গুরু গরবিত
দেখয়ে নয়ন ভরি।।
কিবা সে বিনোদ চূড়ার টালনি
উড়িছে ময়ূর-পাখা।
নানা ফুলদাম অতি অনুপাম
ইন্দ্রধনু দিছে দেখা।।
নয়ন বঙ্কিমে চাহিলে যা পানে
সে কিয়ে ধৈরজ ধরে।
কোন কুলবতী সে কোন যুবতী
কুল লয়ে যায় ঘরে।।
হাসির মিশানে কত সুধা ঝরে
তাহাতে বাঁশীর গীত।
হাসিতে কি জীয়ে সঘর রমণী
চেতন ধরিব চিত।।
এই অনুমান মথুরা নাগরী
মোহিত হইল তায়।
চণ্ডীদাস বলে শুনহ তরুণি
ভজহ কমল-পায়।।