করহি মিলল রহ মুখ নহি সুন্দর
জনি খিন দিবসক চন্দা।
প্রকৃতি ন রহ থির নয়ন গরঅ নির
কমল গরএ মকরন্দা।।
হে মাধব তুঅ গুণে ঝামরি রামা।
দিনে দিনে খিন তনু পিড়এ কুসুমধনু
হরি হরি লে পএ নামা।।
নিন্দঅ চন্দন পরিহর ভুসন
চাঁদ মানএ জনি আগী।
দসমি দসা অব তেঁ ধনি পাওল
বধক হোএবহ তোঁহে ভাগী।।
অবসর বহলা কি নেহ বঢ়াওব
বিদ্যাপতি কবি ভান।
রাজা সিবসিংঘ রূপ নরাঅন
লখিমা দেই রমান।।