করহুঁ কুসুম কন্দুক রীঅ
ভরি কামিনি মানিনি মান লীঅ।
জমুন তট ভএ দিঅ পসার
রাধ গেনদে খেলন দেখি নিভাব।
লঘু লঘু লঘু মদন কটার বাট
পরিপাটি সিখাবএ চাটে চাট।
নিঅ বল্লভ পরিহরি জুবতি ধাব
মঅে পওলে কারন কিছু ন ভাব।
সব বোলেহিঁ পুছএ কাহ্ন কাহ্ন
গাহকি মঅে জোহল কি নতমান।
রস বুঝি বিলস সিবসিংহ দেব
লখিমাদেবি পতি-চরণ-সেব।