করিবর রাজহংস জিনি গামিনি
চললিহু সঙ্কেত গেহা।
অমলা তড়িতদণ্ড হেমমঞ্জরি
জিনি অতি সুন্দর দেহা।।
জলধর তিমির চামর জিনি কুন্তল
অলকা ভৃঙ্গ সৈবালে।
ভাভুলতা ধনু ভ্রমর ভুজঙ্গিনি
জিনি আধ বিধুবর ভালে।।
নলিনি চকোর সফরি বর মধুকর
মৃগি খঞ্জন জিনি আখী।
নাসা তিনফুল গরুড়-চঞ্চু জিনি
গিধিনি স্রবণ বিসেখী।।
কনক-মুকুর সসি কমল জিনিয়া মুখ
জিনি বিম্বু অধর পঙারে।
দসন মুকুতা জিনি কুন্দ করগ-বীজ
জিনি কম্বু-কণ্ঠ আকারে।।
বেল তালজুগ হেম-কলস গিরি
কটোরি জিনিআ কুচ সাজা।
বাহু মৃণাল পাস বল্লরি জিনি
ডমরু সিংহ জিনি মাঝা।।
লোমলতাবলি সৈবল কজ্জল
ত্রিবলি তরঙ্গিনিরঙ্গা।
নাভি সরোবর সরোরুহদল জিনি
নিতম্ব জিনিআ গজকুম্ভা।।
উরুজুগ কদলি করিবর-কর জিনি
স্থলপঙ্কজ জিনি পদপানী।
নখ দাড়িমবীজ ইন্দুরতন জিনি
পিকু জিনি অমিয়া বানী।।
ভনই বিদ্যাপতি অপরূপ মূরতি
রাধারূপ অপারা।
রাজা সিবসিংঘ রূপনরায়ন
একাদস অবতারা।।