জাবে রহিঅ তুঅ লোচন আগে।
তাবে বুঝাবহ দিঢ় অনুরাগে।।
নয়ন ওত ভেলে সবে কিছু আনে।
কপট হেম ধর কতি খন বানে।।
বুঝল মথুরপতি ভলি তুঅ রীতি।
হৃদয় কপট মুখে করহ পিরীতি।।
বিনয় বচন জত রস পরিহাস।
অনুভবে বুঝল হমে সেও পরিহাস।।
হসি হসি করহ কি সব পরিহার।
মধু বিখে মাখল সর পরহার।।