না বুঝিএ অন্তর কোপে নিরন্তর
বচন না সঞ্চরু বয়ানে।
সহজই কোঙলি মলিনি ভেল অতিশয়
ধারা শত ঝরু নয়ানে।।
মাধব রাধা পরবোধ না ভেল।
কতএ বিচারি চরণ ধরি বোললুঁ
তবহুঁ উতরে নাহি দেল।।ধ্রু।।
সঘন নিশাস উদাসল কুন্তল
আকুল পুন পুন গোরি।
কনক মুকুর নিয়ড়ে জনু মরকত
ঐছন ভেলি কত বেরি।।
এক কর মুঠি বান্ধি মুখ মুদল
মোহে কয়ল পরণামে।
জ্ঞানদাস কহ মনহি বিচারহ
নিরস না ভেল পরিণামে।।