রাধা কহে শুন রসিক নাগর
পিরিতি বিষম বড়ি।
পিরিতি করিয়ে মরিয়ে ঝুরিয়ে
কেমনে পিরিতি ছাড়ি।।
নিশি পোহাইল দিবস হইল
মন্দিরে চলিয়া যাও।
শাশুড়ী ননদী উঠিয়া বৈঠব
তুরিতে তাম্বূল খাও।।
চূড়ার বন্ধন এলায়ে পড়েছে
বাঁধহ যতন করি।
শ্রীমুখমণ্ডল মলিন হয়েছে
আহা মরি মরি মরি।।
হাসিয়া নাগর মুখে দিয়া কর
মুছিতে মুছিতে কানু।
অতি প্রিয় তথা পড়েছিল সে যে
লইল মোহন বেণু।।
নিজ পীতবাস পরিতে পরিতে
চলিলা নাগর রায়।
হাসিয়া নাগর চতুর শেখর
রাধার পানেতে চায়।।
চণ্ডীদাস কহে শ্যাম চলি গেল
আর দশা উপজিল।
শুন সুনাগর কি হবে রাধার
ইহার উপায় বল।।