অকথ্য বেদনা সই কহনে না যায়।
যে করে কানুর নাম ধরে তার পায়।।
পায়ে ধরি কাঁদে তার চিকুর গড়ি যায়।
সোনার পুথলি যেন ধূলায় লোটায় ।।
পুছয়ে পিয়ার কতা ছল ছল আঁখি।
“তুমি কি দেখেছ কালা কহনা রে সখি।।”
চণ্ডীদাস কহে –“কাঁদ কিসের লাগিয়া।
সে কালা রয়েছে তোমার হৃদয়ে লাগিয়া।।”