অকি নাগর কালাবিনে না রৈমু ঘরে।
চিকন সুতার কাপড় মাঝে ফাটিআগেল নৌআলি জৌবনের ভরে।। ধু
সই রে বাথুআ গাছেতে বেল
আবাল দেওরিআ লাগি ফান্দ পাতিয়া আছয় ভাই শ্বশুর রাগিয়া গেল।।
সই রে নেপুরে না দিও পাএ।
ঘরে আছে দুর্জন ননদী জাগিব নেপুর শবদ রাত্র।।
সই রে মুই নারী কি কাম কৈলুং।
জাচিআ জৌবন শ্যাম বন্ধুরে দিআ লোকের কুচর্চ্চা এ মৈলূং।।
সই রে পোস্তের বহুল দানা।
দেশের মর্তুজা গাজি দেশে ত জাইব বুকে দিআ জাইব হানা।।