অক্রূরের মূর্ত্তি ধরি দারুণ বিধাতা গো
বধিতে আইল ব্রজপুরি।
রজনি পোহাইলে প্রভাতে উঠিয়া গো
হরিল যে যার মধুপুরি।।
সখি হে বড় মনে ছিল সাধ।
এই সুখে কানু সঙ্গে জনম গোঁয়াইব
দারুণ বিধাতা কৈল বাদ।।
যতেক গোপীর বধ সুখেতে করিয়া গো
ইথে কানুর হইবে সুখ।
গোবিন্দদাস কয় এ বড় দারুণ শেল
আর না হেরিব চাঁদমুখ।।