অখিল লোচন তম তাপ বিমোচন
উদয়তি আনন্দকন্দে।
এক নলিন মুখ মলিন করয়ে যদি
ইথে লাগি নিন্দহ চন্দে।।
সুন্দরি বূঝল তুয়া প্রতিভাতি।
গুণগণ তেজি দোষ এক ঘোষসি
অন্তর আহিরিণি জাতি।।ধ্রু।।
সকল জীবজন জীব সমীরণ
মন্দ সুগন্ধ সুশীতে।
দীপক জোতি পরশে দিয়া নাশয়ে
ইথে লাগি নিন্দ মারুতে।।
থাবর জঙ্গম কীট পতঙ্গম
সুখদ যো সকল শরীরে।
কাগজ পত্র পরশে যব নাশয়ে
ইথে লাগি নিন্দহ নীরে।।
খেনে খেনে সকল কুসুম-মন তোষয়ে
নিশি রহু কমলিনি সঙ্গে।
চম্পক এক যদপি নাহি চুম্বই
ইথে লাগি নিন্দহ ভৃঙ্গে।।
পাঁচ পঞ্চগুণ দশগুণ চৌগুণ
আট দিগুণ সখি মাঝে।
চম্পতি পতি অতি আকুল তো বিনু
বিষাদ না পায়সি লাজে।।