অগোচর প্রেমনিধি যাচি দিল গুণনিধি
প্রেম লইয়া আইলা গৌড়মাঝ।
প্রেম করি পরকাশ গুণনিধি শ্রীনিবাস
সঙ্গে ছয় চক্রবর্তী আট কবিরাজ।।
বিধি মোরে কি করিল প্রাণের প্রভু কোথা গেল
কেন প্রাণ রহে দেহ মাঝে।
প্রভু গেল যেই পথে প্রাণ জাকু তার সাথে
যে পথে গিয়াছে কবিরাজে।
যদি প্রাণ দেহে থাকো কবিরাজ বলি ডাকো
যায় প্রাণ সেই মোর ভাল।
আর নাকি হেন হব রামচন্দ্র সঙ্গ পাব
ভাবিতে ভাবিতে তনু গেল।।
আঁচলে রতন ছিল কোন ছলে কেবা নিল
জুড়াইতে আর নাহি ঠাঁই।
নরোত্তম দাসে বোলে পড়িনু অসৎ ভোলে
বুঝিলাম কিছু হৈল নাই।।