অঙ্গের অবরন হাতের কঙ্কন
গলার মুকুতাহার।
চিন্তার আবেসে তনু ষুখাইল
সেই লাগে মোর ভার।।
সই, এ দুস্ক কহিব কারে।
জতনে জে জন আমারে ঘটাইছে
সেই সে বুঝিতে পারে।।
পর-মন-দুস্ক পরে নাহি জানে
সুনি করে উপহাস।
আপনা বলিআ পিরিতি করিলাম
জাতি প্রান করিলাম নাস।।
চণ্ডিদাস কহে বিরহ দেখিআ
সোন গো রাজার ঝি।
রাধা রাধা বলি বংসিটী বাজাএ
বিচ্ছেদে ঠেকিআছে কি।।