অট্টালিকা উপরি বসিয়া কিশোরী
ভাবয়ে সে রূপখানি।
শ্রীদাম সুদাম শ্যাম বলরাম
ভারয়ে বেণুর ধ্বনি।।
শুনি বেণুরব চমকিত সব
হইল আহির বালা।
শ্বাস নাহি বহে প্রাণ নহি দেহে
বাড়িল বিরহজ্বালা।।
হেন কালে তথা আইল ললিতা
বিশাখা করিয়া সঙ্গে।
দেখে কমলিনি পড়িয়ে ধরনি
ধুলায় লোটায় অঙ্গে।।
ত্বরান্বিত হয়ে রাধারে তুলিয়ে
ললিতা লইল কোলে।
কহ কমলিনি পাগলিনি হেন
কেন পড়ি ধরাতলে।।
লইয়া বৎস গাই মোরা চল যাই
ধরিয়া রাখাল বেশে।
শুনিয়া বচন আনন্দিত মন
কহয়ে শেখর দাসে।।