অতি অগেয়ানী কুলের কামিনী
সহজে আকুল-হিয়া।
আঁখির ঠারে পাগল করিলে
কি জানি কু মন্ত্র দিয়া।।
শ্যাম বুঝিলুঁ তোমার ভাব।
কুল-বৌহাড়ীরে ঘর ছাড়াইলে
কি হবে তোমার লাভ।।
কিসের রঙ্গে এত না ভঙ্গে
অঙ্গ দোলাইয়া হাঁট।
কথার ছলে ভিতরে পশিয়া
পাঁজরে পাঁজরে কাট।।
সদাই হাস লাজ না বাস
না বুঝি তোমার কাজ।
তব এই রীতে যত কুলবতীর
কুলেতে পাড়িলে বাজ।।
জাতিকুল শীল সব মজাইলে
মরুক কুলের নারী।
বলরাম বোলে দারুণ চিত
তভু পাসরিতে নারি।।