অতি অনুরাগ ভরল মন উৎসুক
টূটল ধৈরজ লাজ।
তনু অনুলেপন সঙ্গক পরিজন
তেজল যত কিছু সাজ।।
দেখ রাই চলত অতি মন্দ।
নিজ অভিযোগ করত অতি নিশ্চয়
বুঝিয়ে কাজক বন্ধ।।
মুখ জিত শরদ-সুধাকর তনু-রুচি-
কবলিত-কাঞ্চন-দণ্ড।
নয়ন তিখন শর ফুলশর-মদহর
ভাঙ মদন-ধনু-খণ্ড।
ঐছন ভাতি ভাবিনি ভালে ভেটল
মনমথ মনমথ পাশে।
অনুভব লাগি গুপতহি সখি চলু
কহ রাধামোহন দাসে।।