অতি অপরূপ শ্যামকান্তি চিকনিয়া।
অসিত অম্বুজ কিয়ে নীলমণি জিনিয়া।।
বরণ কজ্জলকান্তি গোপাল অংশুমান।
অরুণবরণ তার বস্ত্র পরিধান।।
সুনীল জলদ তার দীঘল নয়ন।
নাটুয়ার ঝোলা অঙ্গে নানা আভরণ।।
উভ করি বাঁধে কেশ চম্পকের দাম।
যার রূপ দেখিয়া মুরছে যেন কাম।।
মৃগমদ তিলক কপালে মনোহর।
কুঙ্কুমভূষিত তার কপোল সুন্দর।।
বাম করে মুরলী সে ডাহিনে পাঁচনি।
বিনোদ চলনে যায় বিনোদ চাহনি।।
উরপরে দোলে কিবা নব গুঞ্জামালল।
কণ্ঠতটে হার চারু মুকুতা প্রবাল।।
হাসি হাসি কথা কহে বড়ই মধুর।
রুনুঝুনু বাজে পায় সোনার নূপুর।।