অতি আনাগোনা বিষম বাজনা
শুনিয়া গোপিনী যত।
হিয়া ছট্‌ ফট্‌ অতি সে ব্যথিত
তাহা না সহিব কত।
“অব কি করব পরাণে কি জীব
কি শুনি দারুণ বাণী।
যে দেখি স্বপনে সেই ফলে আসি!
নিশ্চয় স্বপন মানি।।
দেয়াশী জানল, গণক কহল,
মিছা নহে কোন কথা।
তাহা সে দেখল মনে বিচারল
বিফল নহিল হেথা।।”
কাঁদে গোপীগণ হইয়া বিমন–
“উপায় কহ না সখি।
কিসে বৃন্দাবনে রহি বনমালী
সেহেন কমল-আঁখি।।
প্রভাত হইলে যাবে মধুপুরে
ঘোষণা শুনি যে বড়ি।
গোপগণ করে দধির আটন
শকট সাজিল সারি।।
নন্দের দুয়ারে বিষম বাজনা
* বাজত নাকড়ি।”
চণ্ডীদাস বলে– “প্রভাত হইলে
যাইব গোলোক হরি।।”