অতি সুমধুর মুরতি শ্যাম
কুটিল কেশ কুন্দদাম
মোরপঙ্খ শোহনি।
ভাল উপরে চন্দনবিন্দু
অমল শরদ পূর্ণিম ইন্দু
ভুবনমরমমোহনি।।
আজু পেখলুঁ তটিনী তীর
মদনমোহন গতি সুধীর।
মুরলীগীত কে ধরু চিত
আনন্দে উলটি বহত নীর।।ধ্রু।।
কম্বুকণ্ঠে কনকমাল
এ গজমোতিম গাঁথি প্রবাল
বিবিধ রতন সাজনি।
প্রাতকমল নয়নজোড়
মাঝে মধুপ রহ আগোর
রমণীর মন ভাজনি।।
উচ উরপর কুসুমদাম
রূপ নিরুপম পূজল কাম
কটি পীতিপট্ট কাছনি।
ভুবন বিচিত্র এ অঙ্গঠাম
বিধিক অবধি ও নিরমাণ
জ্ঞানদাস যাউ নিছনি।।