অদভুত রূপ দৈবে হেরি দুর সঞে
উনমতি পরশক লাগি।
বরজক সীম করত গতাগতি
লাজ কুল-ভয় দূরে ভাগি।।
মন তনু কাঁপি চপল ভেল অন্তর
ঘন ঘন বহত নিশ্বাস।
তবধরি জাগর শোষিত অন্তর
বড়ই বেকত গদ ভাস।।
শুন মাধব তুয়া রূপ অপরূপ ফান্দ।
সো ধনি দুবরি খীয়ত যৈজন
অসিত-চতুর্দ্দশী চান্দ।।
কবহি গেয়ান শুন হোই চাহই
না চিহ্নই নিজ সখিবৃন্দ।
রমণিক হুঙ্কৃতি কতিহুঁ না পেখলুঁ
শুনইতে লাগই ধন্দ।।
প্রেম-গজ-দলন সহই নাহি পারই
জিবইতে করই ধিকার।
অন্তর-গত তহুঁ নিরগত করইতে
কত কত করত সঞ্চার।।
অথির নয়ন-শর- ঘাতে বিষম জর
ছটফট জলজ শয়ান।
রাধামোহন কহ ইহ অপরূপ নহ
যাহে লাগয়ে পাঁচ বাণ।।